জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় জামালপুরে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর শনিবার বিকেলে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা শাখার আহ্বায়ক মো. কাজি রফিকুল হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আহসান হাবিব স্বপনের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. মমিনুর রশিদ শাইন। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, মো. জামাল হোসেন, যুগ্ম মহাসচিব মো. আব্দুল মজিদ, মো. কাজী মাহমুদুল হাসান, সহকারী মহাসচিব মো. আতিকুর রহমান আজাদ, মো. হাসান সরদার জুয়েল, সাংগঠনিক সচিব মো. রাসেল সরকার ও অর্থ সচিব মো. আবেদ আলী, এশিয়ান টেলিভিশনের জামালপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার বার্তা সম্পাদক রাজীব চক্রবর্তী সুকান্ত প্রমুখ।
এ সময় বক্তারা জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের স্মৃতিচারণ করে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দসহ জামালপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।