জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শহিদ ও আহতদের পরিবারের উপস্থিতিতে ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের বীরত্বের কৃতিত্বে তাদের পরিবারকে সমবেদনা জানিয়ে ফুলের তোড়া প্রদান করেন। এসময় ইউএনও অহনা জিন্নাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ।
এছাড়াও ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ রিপনের ভাই সরকার আকতার হোসেন, শহীদ ফজলুল করিমের ভাই জিলানী, আহত ওয়ালিউল হাসান রাজুর পিতা সাংবাদিক আব্দুর রাজ্জাক মাহমুদ ও আহত শহিদুল ইসলাম সানির বড় ভাই শামীম।
স্মরণ সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও নানা মহলের সুধীজন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।