ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইসকনকে নিষিদ্ধের দাবিতে দেওয়ানগঞ্জে বিক্ষোভ মিছিল

ইসকনকে নিষিদ্ধের দাবিতে দেওয়ানগঞ্জে বিক্ষোভ মিছিল করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

ইসকনকে নিষিদ্ধকরণ ও আইনজীবী মো. সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ নভেম্বর বৃহস্পতিবার আসরের পর দেওয়ানগঞ্জ কামিল মাদরাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটির দেওয়ানগঞ্জ পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দেওয়ানগঞ্জ বাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি আকরামুজ্জামানের সভাপতিত্বে ও মুফতি মোহাম্মদ শোয়াইব আহসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মো. মাহবুবুর রহমান তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মনজু হোসেন, সাবেক দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফ খান রাসেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি গোলাম মোর্শেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহেল রানা, ইসলামী ছাত্র আন্দোলন দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি তারিকুল ইসলাম প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসকনকে নিষিদ্ধ করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

তারা বলেন, ইসকন একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৃথিবীর অনেক রাষ্ট্রে সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও এই সংগঠনকে নিষিদ্ধ করার সময়ের দাবি, অন্যথায় সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে।

জনপ্রিয় সংবাদ

ইসকনকে নিষিদ্ধের দাবিতে দেওয়ানগঞ্জে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৫:০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

ইসকনকে নিষিদ্ধকরণ ও আইনজীবী মো. সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ নভেম্বর বৃহস্পতিবার আসরের পর দেওয়ানগঞ্জ কামিল মাদরাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটির দেওয়ানগঞ্জ পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দেওয়ানগঞ্জ বাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি আকরামুজ্জামানের সভাপতিত্বে ও মুফতি মোহাম্মদ শোয়াইব আহসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মো. মাহবুবুর রহমান তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মনজু হোসেন, সাবেক দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফ খান রাসেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি গোলাম মোর্শেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহেল রানা, ইসলামী ছাত্র আন্দোলন দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি তারিকুল ইসলাম প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসকনকে নিষিদ্ধ করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

তারা বলেন, ইসকন একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৃথিবীর অনেক রাষ্ট্রে সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও এই সংগঠনকে নিষিদ্ধ করার সময়ের দাবি, অন্যথায় সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে।