জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে সার ও গম বীজ বিতরণ করা হয়েছে।
২৭ নভেম্বর বুধবার বিকালে উপজেলার পিংনা ইউনিয়নের মেদুর গ্রাম এলাকায় এ উপলক্ষে দুই শতাধিক কৃষক-কৃষাণীকে নিয়ে আলোচনা সভার আয়োজন করে উপজেলা কৃষি অফিস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিদিব জাকিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খায়রুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন প্রমুখ।
এসময় সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র দুই শতাধিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও গমের বীজ বিতরণ করা হয়।
এরপর উপজেলার পিংনা ও আওনা ইউনিয়নে কৃষি অফিসের কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন অতিথিরা।