জামালপুরের ইসলামপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৬ নভেম্বর মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প ক্যাপ্টেন আসিফ ইসলাম ও ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফের নেতৃত্বে পৌর এলাকার বেপারী পাড়া অভিযান পরিচালিত হয়।
এ সময় মাদক ব্যবসায়ী খোরশেদ আলমের ছেলে খুশু বেপারী, বাউল বেপারীর ছেলে পাক বেপারী, খুশু বেপারীর ছেলে আব্দুল আহাদ, পাক বেপারীর ছেলে মানিক বেপারী ও তুরফানকে আটক করে যৌথ বাহিনী।
ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ সংবাদ সম্মেলনে বলেন, তিনটি বাড়িতে তল্লাশী চালিয়ে ১০০ গ্রাম হেরোইন, ৫০টি ইয়াবা বড়ি, দেশীয় অস্ত্র একটি দা, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি ছুড়ি, একটা কুড়াল, ছয়টি মোটরপাম্প ও নগদ ২ লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদক, চুরি ও অস্ত্র মামলা দিয়ে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।