জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। ২৫ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল যৌথভাবে পৌর শহরের বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণের সময় কেন্দ্রীয় ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক শ্যামল মালম জনসাধারণকে তারেক জিয়ার সালাম জানিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামীদিনে যদি আল্লাহ ক্ষমতায় আনেন তাহলে তিনি ৩১ দফা বাস্তবায়ন করবেন। আমাদের জাতির জন্য ভবিষ্যত প্রজন্মের জন্য এমন একটা অবস্থা হবে যে, আর কেউ কখনও কোন অন্যায় করার সাহস পাবে না। আমাদের ছাত্রদের আর জীবন দিতে হবে না। আমাদের রাস্তায় আর সংগ্রাম করতে হবে না।
লিফলেট বিতরণের সময় উপজেলা যুবদলের আহ্বায়ক মনজু হোসেন, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল মামুন, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান তপু, পৌর যুবদলের আহ্বায়ক ফারুক আহাম্মেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদ্দীন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন মাহামুদ, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, আমিরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব মন্ডল, এ কে এম কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলামসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।