ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পরীক্ষায় দুর্নীতি বন্ধ হোক

শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা শুধু পরীক্ষায় পাশের জন্য নয়, শিক্ষা হচ্ছে মনুষ্যত্বের বিকাশ এবং আত্মার তুষ্টি ও পুষ্টি সাধনের মাধ্যমে মানুষকে সমাজের নানা সমস্যার সঙ্গে খাপ খাইয়ে চলার মত যোগ্যতা অর্জন করতে শেখায়।এই জন্য সকল শিক্ষার্থীদের পাঠ গ্রহণ ও বিভিন্ন স্তর অতিক্রমের জন্য পরীক্ষা দিতে হয়।

কিন্তু সম্প্রতি নানা কারণে স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত পরীক্ষা এক নিদারুণ প্রহসনে পরিণত হয়েছে। কিছু ছাত্র বিভিন্ন প্রক্রিয়ায় দুর্নীতি করে শিক্ষাক্ষেত্রকে কলঙ্কিত করে চলছে। তারা পরীক্ষার হলে নকল করে, পরীক্ষক এবং বোর্ড নিরীক্ষক ও কর্মচারীদের প্রভাবিত করে অসৎ উপায়ে নম্বর বাড়িয়ে নেয়।

তাদের কাছে জ্ঞান অর্জনের চেয়ে সার্টিফিকেটই বড়। তারা এটি অর্জন করতে মরিয়া হয়ে উঠে। যার জন্য পরীক্ষার হলে সকল নিয়ম শৃঙ্খলা উপেক্ষা করে এমনকি পর্যবেক্ষকদের প্রভাবিত করে ব্যাপক দুর্নীতি করে জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেয়।

অনেকেই দুর্নীতির কারণ খুঁজেন। তারা বলতে চান শিক্ষাব্যবস্থার ত্রুটি, প্রশ্নপত্র প্রণয়নের পদ্ধতি, ইত্যাদি ছাত্রদের দুর্নীতির কারণ। কিন্তু আসলে বিষয়টি সম্পূর্ণ অর্থে ঠিক নয়। একই শিক্ষাব্যবস্থায় হাজার হাজার শিক্ষার্থী সৎভাবে পরীক্ষা দিয়ে ভাল ফলাফল করছে। অথচ একই পদ্ধতিতে তারা দুর্নীতি করছে। এরা সারাবছর পড়ালেখা না করে, পরীক্ষায় দুর্নীতি করে পাস করে যেতে চায়। এরা আইনের দৃষ্টিতে অপরাধী, এদের শাস্তি হওয়া উচিত।

পরীক্ষায় দুর্নীতি একটি মারাত্মক অন্যায়।এ দুর্নীতির আশ্রয় নিয়ে যারা পাস করে তারাই পরর্বতীতে কর্মজীবনে উপযুক্ত শিক্ষার অভাবে ধ্বংস করে জাতীয় উন্নতি।

দুর্নীতিপরায়ণ এসব শিক্ষার্থীদের বিরুদ্ধে আইন প্রণয়ন করা উচিৎ। যাতে এর থেকে সবাই শাস্তির ভয়ে পরীক্ষায় নকল বন্ধ করে। শিক্ষা পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি, প্রশ্নপ্রণয়ন পদ্ধতি যদি সংশোধন করতে হয় তাও করার ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ শিক্ষার্থীরাই জাতীয় জীবনের অমূল্য সম্পদ, তারা দেশের ভবিষ্যৎ, তারাই দেশকে অগ্রগামী করবে। যদি তারা দুর্নীতি করে পরীক্ষায় পাশ করে তবে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে।

তাই তাদের সৎ ও দক্ষ করে গড়ে তুলতে এবং রাষ্ট্র ও সমাজকে অন্ধকার থেকে রক্ষা করতে সরকার ও সমাজের দায়িত্ব ও কর্তব্য। এই দুর্নীতি রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।

মো. রবিন ইসলাম
শিক্ষার্থী, বাংলা বিভাগ
ঢাকা কলেজ

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় দুর্নীতি বন্ধ হোক

আপডেট সময় ০৬:২৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা শুধু পরীক্ষায় পাশের জন্য নয়, শিক্ষা হচ্ছে মনুষ্যত্বের বিকাশ এবং আত্মার তুষ্টি ও পুষ্টি সাধনের মাধ্যমে মানুষকে সমাজের নানা সমস্যার সঙ্গে খাপ খাইয়ে চলার মত যোগ্যতা অর্জন করতে শেখায়।এই জন্য সকল শিক্ষার্থীদের পাঠ গ্রহণ ও বিভিন্ন স্তর অতিক্রমের জন্য পরীক্ষা দিতে হয়।

কিন্তু সম্প্রতি নানা কারণে স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত পরীক্ষা এক নিদারুণ প্রহসনে পরিণত হয়েছে। কিছু ছাত্র বিভিন্ন প্রক্রিয়ায় দুর্নীতি করে শিক্ষাক্ষেত্রকে কলঙ্কিত করে চলছে। তারা পরীক্ষার হলে নকল করে, পরীক্ষক এবং বোর্ড নিরীক্ষক ও কর্মচারীদের প্রভাবিত করে অসৎ উপায়ে নম্বর বাড়িয়ে নেয়।

তাদের কাছে জ্ঞান অর্জনের চেয়ে সার্টিফিকেটই বড়। তারা এটি অর্জন করতে মরিয়া হয়ে উঠে। যার জন্য পরীক্ষার হলে সকল নিয়ম শৃঙ্খলা উপেক্ষা করে এমনকি পর্যবেক্ষকদের প্রভাবিত করে ব্যাপক দুর্নীতি করে জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেয়।

অনেকেই দুর্নীতির কারণ খুঁজেন। তারা বলতে চান শিক্ষাব্যবস্থার ত্রুটি, প্রশ্নপত্র প্রণয়নের পদ্ধতি, ইত্যাদি ছাত্রদের দুর্নীতির কারণ। কিন্তু আসলে বিষয়টি সম্পূর্ণ অর্থে ঠিক নয়। একই শিক্ষাব্যবস্থায় হাজার হাজার শিক্ষার্থী সৎভাবে পরীক্ষা দিয়ে ভাল ফলাফল করছে। অথচ একই পদ্ধতিতে তারা দুর্নীতি করছে। এরা সারাবছর পড়ালেখা না করে, পরীক্ষায় দুর্নীতি করে পাস করে যেতে চায়। এরা আইনের দৃষ্টিতে অপরাধী, এদের শাস্তি হওয়া উচিত।

পরীক্ষায় দুর্নীতি একটি মারাত্মক অন্যায়।এ দুর্নীতির আশ্রয় নিয়ে যারা পাস করে তারাই পরর্বতীতে কর্মজীবনে উপযুক্ত শিক্ষার অভাবে ধ্বংস করে জাতীয় উন্নতি।

দুর্নীতিপরায়ণ এসব শিক্ষার্থীদের বিরুদ্ধে আইন প্রণয়ন করা উচিৎ। যাতে এর থেকে সবাই শাস্তির ভয়ে পরীক্ষায় নকল বন্ধ করে। শিক্ষা পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি, প্রশ্নপ্রণয়ন পদ্ধতি যদি সংশোধন করতে হয় তাও করার ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ শিক্ষার্থীরাই জাতীয় জীবনের অমূল্য সম্পদ, তারা দেশের ভবিষ্যৎ, তারাই দেশকে অগ্রগামী করবে। যদি তারা দুর্নীতি করে পরীক্ষায় পাশ করে তবে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে।

তাই তাদের সৎ ও দক্ষ করে গড়ে তুলতে এবং রাষ্ট্র ও সমাজকে অন্ধকার থেকে রক্ষা করতে সরকার ও সমাজের দায়িত্ব ও কর্তব্য। এই দুর্নীতি রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।

মো. রবিন ইসলাম
শিক্ষার্থী, বাংলা বিভাগ
ঢাকা কলেজ