বিএনপির সাবেক মহাসচিব ও ভাষাসৈনিক মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী অটোবাইক ও সিএনজি শ্রমিক দল উপজেলা শাখা।
২০ নভেম্বর বুধবার সকালে অটোবাইক ও সিএনজি শ্রমিক দলের নেতৃবৃন্দ জামালপুরের সরিষাবাড়ীর পৌরসভার মুলবাড়ী মরহুম ব্যারিস্টার সালাম তালুকদারের কবর প্রাঙ্গণে সমবেত হন।
পরে নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করে বিশেষ মুনাজাত করেন। এ সময় সালাম তালুকদারের রূহের মাগফিরাত কামনা ও দেশের সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক মুরশেদ আলম তালুকদার, উপজেলা জাতীয়তাবাদী অটোবাইক শ্রমিক দলের সভাপতি সোহা মিয়া, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সহ-সভাপতি আসমত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু মিয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা জাতীয়তাবাদী সিএনজি শ্রমিক দলের আহ্বায়ক ইউসুফ আলী, সদস্য সচিব জামাল উদ্দিন প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি শেষে অটোবাইক ও সিএনজি শ্রমিক দলের নতুন কমিটির নেতৃবৃন্দ জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সাথে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।