ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহের উদ্বোধন

সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. ফজলুল হক। ছবি: বাংলারচিঠিডটকম

‘এন্টিমাইক্রোবিয়াল অকার্যকারিতা : নিজে জানুন, অন্যকে জানান, প্রতিরোধের এখনই সময়’ এ প্রতিপাদ্যের আলোকে ২০ নভেম্বর বুধবার জামালপুরে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. ফজলুল হক।

সপ্তাহের উদ্বোধনী দিনে শহরে বের করা হয় শোভাযাত্রা। পরে সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে সপ্তাহ পালনের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন ডেপুটি সিভিল সার্জন ডা. রেজোয়ানা রশিদ, ডা. কামরুজ্জামান, ডা. আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। সভা সঞ্চালনা করেন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান।

শহরে শোভাযাত্রা বের করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

বক্তারা বলেন, জীবানু প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, সাবান দিয়ে হাত ধোয়া, সর্দি, কাশি, জ্বরে এন্টিবায়োটিক না সেবন করা, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক সেবন না করা, হাঁস, মুরগি, গৃহপালিত গরু, ছাগল ও অন্যান্য প্রাণিকে এবং কৃষিকাজে অপ্রয়োজনীয় এন্টিবায়োটিক ব্যবহারে বিরত থাকাসহ এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টিতে ব্যাপক প্রচারণা করতে হবে।

জানা যায়, সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার লাগানো, লিফলেট বিতরণ, উদ্বুদ্ধমূলক নানামুখী কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠান আয়োজন করে সিভিল সার্জন কার্যালয়। এতে চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহের উদ্বোধন

আপডেট সময় ০৭:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

‘এন্টিমাইক্রোবিয়াল অকার্যকারিতা : নিজে জানুন, অন্যকে জানান, প্রতিরোধের এখনই সময়’ এ প্রতিপাদ্যের আলোকে ২০ নভেম্বর বুধবার জামালপুরে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. ফজলুল হক।

সপ্তাহের উদ্বোধনী দিনে শহরে বের করা হয় শোভাযাত্রা। পরে সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে সপ্তাহ পালনের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন ডেপুটি সিভিল সার্জন ডা. রেজোয়ানা রশিদ, ডা. কামরুজ্জামান, ডা. আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। সভা সঞ্চালনা করেন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান।

শহরে শোভাযাত্রা বের করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

বক্তারা বলেন, জীবানু প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, সাবান দিয়ে হাত ধোয়া, সর্দি, কাশি, জ্বরে এন্টিবায়োটিক না সেবন করা, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক সেবন না করা, হাঁস, মুরগি, গৃহপালিত গরু, ছাগল ও অন্যান্য প্রাণিকে এবং কৃষিকাজে অপ্রয়োজনীয় এন্টিবায়োটিক ব্যবহারে বিরত থাকাসহ এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টিতে ব্যাপক প্রচারণা করতে হবে।

জানা যায়, সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার লাগানো, লিফলেট বিতরণ, উদ্বুদ্ধমূলক নানামুখী কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠান আয়োজন করে সিভিল সার্জন কার্যালয়। এতে চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।