‘অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন’ এই আলোকে জামালপুরের ইসলামপুর উপজেলায় অর্থনৈতিক শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.তৌহিদুর রহমান। এতে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, জ্যেষ্ঠ মৎস কর্মকর্তা কামরুল হাসান, সমাজসেবা কর্মকর্তা রহুলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিসংখ্যান তদন্ত কর্মকর্তা আতিকুর ইসলাম বলেন, আগামী ১০ ডিসেম্বর অর্থনৈতিক শুমারি শুরু হবে। তাই শুমারি কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।