জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে ১৮ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা পিআইও মো. হাবীবুর রহমান সুমন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. শফিউল ইসলাম, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোশারফ হোসেন, নিলাখিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সচিবেরা সভায় উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামান জানান, আগামী ১০ ডিসেম্বর থেকে বকশীগঞ্জ উপজেলায় অর্থনৈতিক শুমারি শুরু হবে। তাই শুমারি কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।