শেরপুরের নকলা উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর সোমবার সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বাস্তবায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনার উদ্বোধন করেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। সেমিনার সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুয়েল মিয়া।
এসময় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাইন্টিফিক কর্মকর্তা মো. মেহেদী হাসান, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলুসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর অতিথিরা সরকারি বিভিন্ন দপ্তরের ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। বিসিএসআইআর এর প্রতিনিধিবৃন্দ প্রজেক্টরের মাধ্যমে পর্দায় তাদের কার্যক্রম ও প্রযুক্তি বিষয়ক উপস্থাপনা করেন। প্রদর্শনী শেষে শ্রেষ্ঠদের মাঝে সনদপত্র বিতরণ করেন।