শেরপুরের নকলা উপজেলায় আসাদুল হোসেন (২৭) নামে এক মানসিক ভারসাম্যহীনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৮ নভেম্বর সোমবার সকালে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা পূর্ব মাদরাসা পাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার রুবেল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আসাদুল হোসেন দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন। দেশের বিভিন্ন এলাকায় ডাক্তারও দেখিয়েছেন। ১৭ নভেম্বর রবিবার রাতে পরিবারের সাথে খাওয়া দাওয়া শেষে নিজের শয়ন কক্ষে শুতে যান। ১৮ নভেম্বর ভোরে ঘরে বাঁশের ধর্ণার সাথে আসাদুল হোসেনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেওয়া হয়। চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল থেকে আসাদুল হোসেনের মরদেহ উদ্ধার করে নকলা থানায় নিয়ে আসেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আজ (১৮ নভেম্বর) সকালে নকলার নারায়নখোলা এলাকায় আসাদুল হোসেন নামের এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। মরদেহ থানায় নিয়ে আসে। এ সংক্রান্তে পরবর্তী আইনি কার্যক্রম প্রত্রিয়াধীন রয়েছে। তবে প্রাথমিকভাবে জানা যায় তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।