জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে আব্দুল জলিল (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১৪ নভেম্বর বৃহ্স্পতিবার দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ও সাবেক আনসার সদস্য আব্দুল জলিল। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে ঝিনাই নদীতে গোসল করতে নামেন তিনি। হঠাৎ পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন নদীর ঘাটে খুঁজতে যান। ঘাটে খুঁজে না পেয়ে স্থানীয়রা নদীতে মাছ ধরার জাল ফেলে খুঁজতে থাকেন। এক ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
এ ব্যাপারে টিকলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও নিহতের ভাই আবুল হোসেন বলেন, বাড়ির পাশেই নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে পায়ের নিচ থেকে মাটি সরে নদীতে ডুবে যায়। নদীতে জাল ফেলে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই বলে তিনি জানান।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অফিসের ডিউটি অফিসার আসাদুজ্জামান নূর বলেন, নদীতে ডুবে পড়ার বিষয়ে কেউ সংবাদ দেয়নি। সংবাদ পেলে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী পাঠানো হতো বলে তিনি জানান।