ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হাতীভাঙ্গা ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

আবুল কালাম আজাদ

জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা শেষে বাড়িতে ফেরার সময় বিএনপির নেতার নেতৃত্বে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে মারধরের ঘটনা ঘটেছে। ১১ নভেম্বর সোমবার বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে সড়কে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার হাতীভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের অভিযোগ, ১১ নভেম্বর সোমবার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদে জেলা প্রশাসক হাছিনা বেগমের সাথে মতবিনিময় সভা শেষে বিকালে তিনি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তিনি দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে সড়কে পৌঁছলে দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান সাজুর নেতৃত্বে যুবদলের কর্মী ফারুক মিয়া, মিন্টু, রফিকসহ আরও কয়েকজন অতর্কিত হামলা করে তার ওপর। এ সময় তাকে মারধর করে উপজেলা পরিষদে গেলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় হামলাকারীরা।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ১২ নভেম্বর দুপুরে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন।

এ সময় তিনি আরও বলেন, ১২ নভেম্বর দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স টেলিফোনে কিছুদিন উপজেলা পরিষদে না যেতে বলেছেন।

মারধর ও প্রাণনাশের হুমকির কারণে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ নিরাপত্তাহীনতায় রয়েছেন । এ ঘটনায় হাতীভাঙ্গা ইউনিয়নবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে এসব অভিযোগ সঠিক না বলে জানিয়েছেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান সাজু। ইউপি চেয়ারম্যানের সাথে তার দেখা বা কথা কোনটাই হয়নি বলে দাবি করেছেন।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স এ প্রতিবেদককে বলেন, ১১ নভেম্বর জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা হয়েছে। সভা থেকে ফেরার সময় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে মারধরের বিষয়টি আমাকে জানানো হয়নি। আমি টেলিফোনে ওই ইউপি চেয়ারম্যানকে উপজেলা পরিষদে যেতে না করিনি। বিষয়টি সঠিক না। চেয়ারম্যান প্রমাণ দিতে পারবেন না।

প্রসঙ্গত ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি হাতীভাঙ্গা ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন আবুল কালাম আজাদ।

জনপ্রিয় সংবাদ

হাতীভাঙ্গা ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

আপডেট সময় ০৬:১৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা শেষে বাড়িতে ফেরার সময় বিএনপির নেতার নেতৃত্বে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে মারধরের ঘটনা ঘটেছে। ১১ নভেম্বর সোমবার বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে সড়কে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার হাতীভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের অভিযোগ, ১১ নভেম্বর সোমবার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদে জেলা প্রশাসক হাছিনা বেগমের সাথে মতবিনিময় সভা শেষে বিকালে তিনি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তিনি দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে সড়কে পৌঁছলে দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান সাজুর নেতৃত্বে যুবদলের কর্মী ফারুক মিয়া, মিন্টু, রফিকসহ আরও কয়েকজন অতর্কিত হামলা করে তার ওপর। এ সময় তাকে মারধর করে উপজেলা পরিষদে গেলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় হামলাকারীরা।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ১২ নভেম্বর দুপুরে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন।

এ সময় তিনি আরও বলেন, ১২ নভেম্বর দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স টেলিফোনে কিছুদিন উপজেলা পরিষদে না যেতে বলেছেন।

মারধর ও প্রাণনাশের হুমকির কারণে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ নিরাপত্তাহীনতায় রয়েছেন । এ ঘটনায় হাতীভাঙ্গা ইউনিয়নবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে এসব অভিযোগ সঠিক না বলে জানিয়েছেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান সাজু। ইউপি চেয়ারম্যানের সাথে তার দেখা বা কথা কোনটাই হয়নি বলে দাবি করেছেন।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স এ প্রতিবেদককে বলেন, ১১ নভেম্বর জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা হয়েছে। সভা থেকে ফেরার সময় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে মারধরের বিষয়টি আমাকে জানানো হয়নি। আমি টেলিফোনে ওই ইউপি চেয়ারম্যানকে উপজেলা পরিষদে যেতে না করিনি। বিষয়টি সঠিক না। চেয়ারম্যান প্রমাণ দিতে পারবেন না।

প্রসঙ্গত ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি হাতীভাঙ্গা ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন আবুল কালাম আজাদ।