ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নাহিদে মুগ্ধ সিমন্স বললেন, ‘গতি কিনতে পাওয়া যায় না’

নাহিদ রানা। ছবি: সংগৃহীত

গতি দিয়েই সবার নজর কেড়েছিলেন তরুণ পেসার নাহিদ রানা। এরপর সাদা পোশাকের ক্রিকেটে দেখিয়েছেন ঝলক। ওয়ানডের অভিষেকেও তুলেছেন গতির ঝড়। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতি তুলে আফগান ব্যাটারদের ভুগিয়েছেন তরুণ এই টাইগার পেসার। নাহিদের এমন পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

১১ নভেম্বর সোমবার শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। সেইসঙ্গে হাতছাড়া করেছে সিরিজও। তবে অভিষেক ম্যাচে নজর কেড়েছেন নাহিদ।

১০ ওভার বল করে ৪০ রানে ২ উইকেট নেন নাহিদ। প্রথম স্পেলে ৫ ওভারে মাত্র ১৩ রান খরচায় নিয়েছিলেন ১ উইকেট। নিয়মিত ১৪৫ কিলোমিটারের ওপর গতি তুলছিলেন, দেড়শো ছাড়িয়েও গেছেন বেশ কয়েকবার। যার কারণে দলের বাকি বোলারদের থেকে সহজেই আলাদা করা যাচ্ছিল তাকে।

তাই ম্যাচ হারলেও নাহিদের প্রশংসা করেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার মনে হয় গতি আপনি বাজারে কিনতে পারবেন না, কাউকে শেখাতে পারবেন না। সে (নাহিদ রানা) রোমাঞ্চকর প্রতিভা। তাকে যত্ন করে গড়ে নিতে হবে। তাকে দেখে আমার খুব ভালো লেগেছে।’ সূত্র:ইত্তেফাক।

জনপ্রিয় সংবাদ

নাহিদে মুগ্ধ সিমন্স বললেন, ‘গতি কিনতে পাওয়া যায় না’

আপডেট সময় ০৭:৩২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

গতি দিয়েই সবার নজর কেড়েছিলেন তরুণ পেসার নাহিদ রানা। এরপর সাদা পোশাকের ক্রিকেটে দেখিয়েছেন ঝলক। ওয়ানডের অভিষেকেও তুলেছেন গতির ঝড়। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতি তুলে আফগান ব্যাটারদের ভুগিয়েছেন তরুণ এই টাইগার পেসার। নাহিদের এমন পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

১১ নভেম্বর সোমবার শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। সেইসঙ্গে হাতছাড়া করেছে সিরিজও। তবে অভিষেক ম্যাচে নজর কেড়েছেন নাহিদ।

১০ ওভার বল করে ৪০ রানে ২ উইকেট নেন নাহিদ। প্রথম স্পেলে ৫ ওভারে মাত্র ১৩ রান খরচায় নিয়েছিলেন ১ উইকেট। নিয়মিত ১৪৫ কিলোমিটারের ওপর গতি তুলছিলেন, দেড়শো ছাড়িয়েও গেছেন বেশ কয়েকবার। যার কারণে দলের বাকি বোলারদের থেকে সহজেই আলাদা করা যাচ্ছিল তাকে।

তাই ম্যাচ হারলেও নাহিদের প্রশংসা করেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার মনে হয় গতি আপনি বাজারে কিনতে পারবেন না, কাউকে শেখাতে পারবেন না। সে (নাহিদ রানা) রোমাঞ্চকর প্রতিভা। তাকে যত্ন করে গড়ে নিতে হবে। তাকে দেখে আমার খুব ভালো লেগেছে।’ সূত্র:ইত্তেফাক।