ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেটকারসহ দুই ডাকাত গ্রেপ্তার

গ্রেপ্তার দুই ডাকাত। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় প্রাইভেটকারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। ৯ নভেম্বর শনিবার দিবাগত রাতে পৌরসভার বাউসি বাঙালিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার পানচারুথী এলাকার আহম্মদ আলীর ছেলে হান্নান মিয়া (৪৫) ও মুক্তাগাছা সাহাপুর এলাকার আজমত আলীর ছেলে সোহাগ মিয়া (২৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার বাউসি এলাকায় সোলায়মান হোসেনের বাড়ি সংলগ্ন সরিষাবাড়ী-দিগপাইত মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতি নেয় কয়েকজন ডাকাত। এসময় তাদের সন্দেহ হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এসময় তাদের কাছ থেকে ঢাকা মেট্রো-গ ১৪- ১৫৯৬ নাম্বারের একটি টয়োটা করোলা প্রাইভেটকার, তালা কাটার, দুইটি লোহার পাইপ, বাঁশের লাঠি, রশিসহ ডাকাতি কাজে ব্যবহ্নত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ১০ নভেম্বর রবিবার বিকালে আদালতে পাঠানো হয়। বাকিদের গ্রেপ্তারের অভিযান চলমান বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেটকারসহ দুই ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় ১০:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় প্রাইভেটকারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। ৯ নভেম্বর শনিবার দিবাগত রাতে পৌরসভার বাউসি বাঙালিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার পানচারুথী এলাকার আহম্মদ আলীর ছেলে হান্নান মিয়া (৪৫) ও মুক্তাগাছা সাহাপুর এলাকার আজমত আলীর ছেলে সোহাগ মিয়া (২৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার বাউসি এলাকায় সোলায়মান হোসেনের বাড়ি সংলগ্ন সরিষাবাড়ী-দিগপাইত মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতি নেয় কয়েকজন ডাকাত। এসময় তাদের সন্দেহ হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এসময় তাদের কাছ থেকে ঢাকা মেট্রো-গ ১৪- ১৫৯৬ নাম্বারের একটি টয়োটা করোলা প্রাইভেটকার, তালা কাটার, দুইটি লোহার পাইপ, বাঁশের লাঠি, রশিসহ ডাকাতি কাজে ব্যবহ্নত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ১০ নভেম্বর রবিবার বিকালে আদালতে পাঠানো হয়। বাকিদের গ্রেপ্তারের অভিযান চলমান বলে জানান তিনি।