জামালপুরের বকশীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নাশকতার মামলায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন- ধানুয়া কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু (৩৬) ও সাধুরপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সেলিম মিয়া (৪৫)।
৯ নভেম্বর শনিবার রাতে পুলিশের পৃথক পৃথক অভিযানে এই দুজনকে গ্রেপ্তার করা হয়।
গত ১ নভেম্বর দায়েরকৃত বকশীগঞ্জ থানার দুটি নাশকতা মামলায় তাদের অজ্ঞাত আসামি হিসেবে তাদের আটক করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ১০ নভেম্বর রবিবার দুপুরে গ্রেপ্তার আসামিদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।