আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য প্রতিহত করতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি নেতা শামীম আহমেদ ও তার সমর্থক বিএনপি ও অঙ্গ দলের নেতা-কর্মীরা।
১০ নভেম্বর রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, সকাল থেকে শহরের বকুলতলা, সকাল বাজার, শিল্পকলা একাডেমির সামনে, দয়াময়ী মোড়, গেইটপাড়, পাঁচরাস্তা মোড়, বিজয় চত্বর, নতুন বাইপাস মোড়, ভোকেশনাল মোড়, জামালপুর-শেরপুর বাইপাস, ফৌজদারি মোড়, দেওয়ানপাড়া মোড়ে বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ অবস্থান নেয়।
শহরের বকুলতলায় জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দ। পরে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহামেদ, শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক রানা ম্যানশন প্রমুখ।
এদিকে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে শিল্পকলার সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়।
জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান কায়ছারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মানিক, শহর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মঙ্গল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন জনি, শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন সুমন প্রমুখ।
আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য প্রতিহত করতে এই অবস্থান কর্মসূচি পালন করা হয় বলে জানান নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গ দলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।