বিএনপির যুক্তরাজ্য শাখার যুগ্মসাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিওবার্তা একেকটি কবিতার মতো। তিনি ভিডিওবার্তার মাধ্যমে দলের প্রতিটি নেতা-কর্মীর সাথে যোগাযোগ করে যাচ্ছেন। তারেক রহমানের বার্তাগুলো আমাদের অনুধাবন করে আগামী দিনে দলকে সুসংগঠিত করতে হবে।
৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী ভাষাসৈনিক মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ খান।
তিনি আরও বলেন, বিএনপি হলো জনগণের আস্থার দল।জনগণের আস্থার ঠিকানা। জনগণের সাথে ভালো ব্যবহার তৈরি করে সেই আস্থা ধরে রাখতে হবে। আস্থার জায়গা থেকে সরে আসলে আওয়ামী লীগের মতো আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে জনগণ। জনগণের আস্থা টিকিয়ে রাখাটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।
ব্যারিস্টার মওদুদ আহমেদ, অনেকে মনে করেন শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে মনে হয় আমরা স্বাধীন হয়েছি। বিএনপি ক্ষমতায় চলে আসছে। এটা মনে করা এখনি ঠিক হবে না। এখনো অনেক পথ বাকি রয়েছে। সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি হলে জনগণ তখন তাদের মনের মতো দলকে খুঁজে নিবে। এখানেই আমাদের অনেক দ্বায়িত্ব। জনগণের মনের দল হতে হলে বিএনপির নেতা-কর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। উর্ধ্বতন নেতৃবৃন্দের নির্দেশ মানতে হবে। আওয়ামী লীগ জনগণের সাথে যেমন খারাপ আচরণ করেছে সেই ধরনের আচরণ বিএনপির নেতাকর্মীদের করা যাবে না। তাহলে দেশে সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তৃতীয় কোনো পক্ষকে গ্রহণ করে নিবে।
তিনি বলেন, জনগণের আস্থার দল হয়ে বিএনপি নির্বাচনে জয়ী হলে তাহলেই দেশে উন্নয়ন করা সম্ভব হবে। জিয়া পরিবার জনগেণের সেবক হয়ে সেবা করতে পারবো।এই উদ্দেশ্য নষ্ট হলে ছাত্র-জনতার বিপ্লব ব্যাহত হবে।জোর-জবরদস্তি, হামলা-ভাংচুর, নির্যাতন করা যাবে না। জনগণের সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে। নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে।
মওদুদ আহমেদ খান বলেন, বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার একজন আইকন ছিলেন।বিএনপির দু:সময়ে তিনি দলের হাল ধরেছিলেন। প্রয়াত সালাম তালুকদার বেগম খালেদা জিয়ার আস্থাভাজন একজন নেতা ছিলেন। তার আদর্শ আমাদের ধারন করতে হবে। সালাম তালুকদারের অবদান দল আজীবন সম্মান করে যাবে।
এ সময় জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী লেকু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন