দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) পুনর্গঠিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী (কামাল ফারুকী) এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. জাহাঙ্গীর আলম (জাহাঙ্গীর সেলিম)-কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে জামালপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দুদক সমন্বিত কার্যালয়ের পরিচালক মলয় কুমার সাহা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি আইনজীবী শামীম আরা, অবসরপ্রাপ্ত শিক্ষক মনোয়ারা খানম সদস্যরা যথাক্রমে শামীমা খান, মুখলেছুর রহমান (লিখন), আরজু মিয়া, এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, অনামিকা সায়েদ, আখতারুজ্জামান সিদ্দিকী, গৌতম সিংহ সাহা, সরস্বতী রানী রাজভর ও নূর আলম খান সুজন।
দুর্নীতি দমন কমিশন ও স্থানীয় প্রশাসনের গোয়েন্দা তথ্যানুসন্ধানের ভিত্তিতে তিন বছর মেয়াদের জন্য দুপ্রক জেলা কমিটি গঠন করা হয়।
সভায় অতীতের ধারাবাহিকতায় দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতা সৃষ্টির জন্য উপস্থিত সবাই অঙ্গীকার ব্যক্ত করেন।