ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ

বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন্নাহার।ছবি: বাংলারচিঠিডটকম

পারিবারিক, সামাজিকভাবে নারী, পুরুষের মাঝে ন্যায্যতা, বৈষম্যহীনতা এবং মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জামালপুরে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির আওতায় জেন্ডার সমতা বিষয়ক ফোকাল ব্যক্তিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে মুখ্য আলোচক ছিলেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক কামরুন্নাহার।

৪ নভেম্বর সোমবার কেন্দুয়া কালিবাড়ি সিডস কর্মসূচির কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের এসডিএইচসি প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, সিডস কর্মসূচির ইআই কর্মকর্তা কৃষিবিদ মজিদুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণে কর্মএলাকার ২০ জন নারী ফোকাল ব্যক্তি অংশ নেন।

প্রশিক্ষণে জেন্ডার বিষয় বিশ্লেষণমূলক আলোচনা হয়। এতে নারীর ক্ষমতায়ন, পরিবার ও সমাজের উন্নয়নে জেন্ডার সমতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধ, নারী, শিশু নির্যাতন প্রতিরোধসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে আলোচনা করা হয়। এ প্রশিক্ষণ জামালপুর সদর, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় নির্বাচিত ফোকাল ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।

নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীলতার সাথে আর্থ-সামাজিক (সিডস) কর্মসূচির আওতায় ২০২৮ সালের শেষ নাগাদ জামালপুর জেলার তিন হাজার প্রান্তিক পরিবারকে উন্নত আর্থ-সামাজিক অবস্থাকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ

আপডেট সময় ০৫:৫১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

পারিবারিক, সামাজিকভাবে নারী, পুরুষের মাঝে ন্যায্যতা, বৈষম্যহীনতা এবং মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জামালপুরে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির আওতায় জেন্ডার সমতা বিষয়ক ফোকাল ব্যক্তিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে মুখ্য আলোচক ছিলেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক কামরুন্নাহার।

৪ নভেম্বর সোমবার কেন্দুয়া কালিবাড়ি সিডস কর্মসূচির কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের এসডিএইচসি প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, সিডস কর্মসূচির ইআই কর্মকর্তা কৃষিবিদ মজিদুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণে কর্মএলাকার ২০ জন নারী ফোকাল ব্যক্তি অংশ নেন।

প্রশিক্ষণে জেন্ডার বিষয় বিশ্লেষণমূলক আলোচনা হয়। এতে নারীর ক্ষমতায়ন, পরিবার ও সমাজের উন্নয়নে জেন্ডার সমতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধ, নারী, শিশু নির্যাতন প্রতিরোধসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে আলোচনা করা হয়। এ প্রশিক্ষণ জামালপুর সদর, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় নির্বাচিত ফোকাল ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।

নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীলতার সাথে আর্থ-সামাজিক (সিডস) কর্মসূচির আওতায় ২০২৮ সালের শেষ নাগাদ জামালপুর জেলার তিন হাজার প্রান্তিক পরিবারকে উন্নত আর্থ-সামাজিক অবস্থাকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।