জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নদীতে নিখোঁজ হওয়া ইয়াসিন (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ নৌ থানা ও মডেল থানা পুলিশ। ১ নভেম্বর শুক্রবার সকালে উপজেলার ঝালরচরের জিঞ্জিরাম নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ইয়াসিন উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালরচর গ্রামের ছাহামত আলীর ছেলে।
জানা গেছে, ৩১ অক্টোবর বৃহস্পতিবার বিকালে শিশু ইয়াসিন তার মায়ের সাথে নদীর পাশে বেগুন খেতে যায়। ওই সময় ইয়াসিন খেতের পাশে জিঞ্জিরাম নদীতে পড়ে নিখোঁজ হয়। ইয়াসিন নদীতে পরলে তার মায়ের ডাক চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয় এবং দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তার কোন সন্ধান না পেয়ে অভিযান স্থগিত করে চলে যায়। পরে ১ নভেম্বর শুক্রবার সকালে তার ভাসমান মরদেহ নদীর ধারে দেখতে পেয়ে দেওয়ানগঞ্জ থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, ৩১ অক্টোবর বৃহস্পতিবার বিকালে শিশুটি নদীতে পড়ে নিখোঁজ হয়। শিশুটির মরদেহ ১ নভেম্বর সকালে ভেসে উঠলে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তা উদ্ধার করা হয়।
বাহাদুরাবাদ নৌ-থানার ওসি ফজলুল হক বলেন, শিশুটির মরদেহ উদ্ধারের পর সুরুতহাল করে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।