জামালপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী ও শহরের পানি নিষ্কাশনের অন্যতম জলাশয় গবাখালে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সরকারি ও নানা বেসরকারি সংগঠন। ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে জামালপুরে উদযাপিত হয়েছে দিবসটি। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও যুবকদের মধ্যে সনদপত্রও বিতরণ করা হয়েছে।
১ নভেম্বর শুক্রবার সকালে শহরের ফৌজদারি মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এতে স্বাগত বক্তব্য রাখেন জামালপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম খান। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
আলোচনা সভা শেষে গবাখালের শেখেরভিটা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পর্যায়ক্রমে এই খালের পাঁচটি স্থানে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গবাখালের পরিচ্ছন্নতা কাজে তরঙ্গ মহিলা সংস্থা, রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন জামালপুর, সচেতন নাগরিক কমিটি সনাক, ডিস্ট্রিক্ট নাগরিক পলিসি ফোরাম, সীডু এনজিও, ক্লিন রিভার বাংলাদেশ, সুর্য তোরণ সমাজ সেবা সংস্থা, জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
এ বিষয়ে জেলা প্রশাসক হাছিনা বেগম জানান, সারা দেশে খালবিলের বর্জ্য অপসারণ করে পানি নিষ্কাশনের পথ সুগম করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ ধারাবাহিকতায় জামালপুরে পানি নিষ্কাশনের প্রধানতম পথ গবাখালের বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হলো। পানি নিষ্কাশনে বাধাপ্রাপ্ত এই খালের বিভিন্ন পয়েন্টে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।
অভিযানে জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক কবি রাজন্য রুহানিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।