ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হত্যা মামলার আসামি ঝিনাইগাতীর তোতা চেয়ারম্যান র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি মো. নুরুল ইসলাম তোতা। ছবি: বাংলারচিঠিডটকম

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলা ও হত্যাকান্ডের ঘটনার মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগনেতা মো. নুরুল ইসলাম তোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। ৩০ অক্টোবর বুধবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার মো. নুরুল ইসলাম তোতা (৬০) শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা দেবত্তপাড়া গ্রামের মৃত গণি সরকারের ছেলে। তিনি ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

র‌্যাব সূত্র জানায়, চলতি বছরের ৪ আগস্ট বিকালে শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে কতিপয় দুষ্কৃতিকারী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে মো. মাহবুব আলম নামের এক ব্যক্তি নিহত হন।

ওই হামলার ঘটনায় নিহতের মা মাফুজা খাতুন বাদী হয়ে ১২ আগস্ট শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৮। ধারা-১৪৩/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলাটি দায়েরের পর র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি ছায়াতদন্তসহ জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে দ্রুত কার্যক্রম শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর কোম্পানির একটি আভিযানিক দল ৩০ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭টার দিকে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই মামলার আসামি মো. নুরুল ইসলাম তোতা মিয়াকে গ্রেপ্তার করা হয়। মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জামালপুর ক্যাম্পের গণমাধ্যম সংশ্লিষ্ট কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী স্বাক্ষরতি সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপসহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে। যা দেশের সর্বস্তরের জনসাধারণের কাছে ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় হত্যার মত জঘন্য অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সমাজ ও দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার আসামি ঝিনাইগাতীর তোতা চেয়ারম্যান র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলা ও হত্যাকান্ডের ঘটনার মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগনেতা মো. নুরুল ইসলাম তোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। ৩০ অক্টোবর বুধবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার মো. নুরুল ইসলাম তোতা (৬০) শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা দেবত্তপাড়া গ্রামের মৃত গণি সরকারের ছেলে। তিনি ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

র‌্যাব সূত্র জানায়, চলতি বছরের ৪ আগস্ট বিকালে শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে কতিপয় দুষ্কৃতিকারী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে মো. মাহবুব আলম নামের এক ব্যক্তি নিহত হন।

ওই হামলার ঘটনায় নিহতের মা মাফুজা খাতুন বাদী হয়ে ১২ আগস্ট শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৮। ধারা-১৪৩/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলাটি দায়েরের পর র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি ছায়াতদন্তসহ জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে দ্রুত কার্যক্রম শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর কোম্পানির একটি আভিযানিক দল ৩০ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭টার দিকে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই মামলার আসামি মো. নুরুল ইসলাম তোতা মিয়াকে গ্রেপ্তার করা হয়। মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জামালপুর ক্যাম্পের গণমাধ্যম সংশ্লিষ্ট কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী স্বাক্ষরতি সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপসহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে। যা দেশের সর্বস্তরের জনসাধারণের কাছে ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় হত্যার মত জঘন্য অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সমাজ ও দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।