জামালপুরের মেলান্দহে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় উপজেলা কৃষকদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল মান্নান (৫৫) গুরুত্বর আহত হয়েছেন। ২৮ অক্টোবর সোমবার মেলান্দহ উপজেলার মালঞ্চ বাজারে সামিউলের দোকানের পাশে এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান।
আব্দুল মান্নানের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পূর্বে আওয়ামী লীগ সন্ত্রাসীদের নাশকতা ও বিএনপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় গত সেপ্টেম্বর মাসের ২ তারিখে আব্দুল মান্নান বাদী হয়ে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেন। ২৭ অক্টোবর রবিবার মামলার আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন নেয়।
জামিন পেয়ে আসামিরা আব্দুল মান্নানকে ২৭ অক্টোবর সন্ধ্যার পর দলবদ্ধ হয়ে মালঞ্চ বাজারে খোঁজাখুঁজি করে না পেয়ে চলে যায়। ২৮ অক্টোবর সকালে আব্দুল মান্নান মালঞ্চ বাজারে বিএনপির প্রচারপত্র বিতরণ করতে গেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউল আলম সাহাবুদ্দিন, মজিবর, সুমন, জাহাঙ্গীর, ইন্তেজ আলী, শাহ আলম সুজন, শফিকসহ ২০/২৫ জনের একটি দল তার উপর হামলা করে। এতে আব্দুল মান্নান মাথায় গুরুতর আঘাত পান। খবর পেয়ে আব্দুল মান্নানকে গুরুতর আহত অবস্থায় বিএনপির লোকজন উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আব্দুল মান্নানের মাথায় দুইটি সেলাই দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মেলান্দহ থানার ওসি মাসুদুজ্জামান এ প্রতিবেদককে বলেন, আব্দুল মান্নানের উপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।