নিয়মিত দলনেতা নাজমুল হোসেন শান্তর অধিনায়কের দায়িত্ব ছাড়ার গুঞ্জনের মাঝে টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব ভবিষ্যতে পেলে সেটি লুফে নিবেন বলে জানিয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে চট্টগ্রামে সাংবাদিকদের তাইজুল বলেন, ‘যেহেতু আমি ১০ বছর ধরে খেলছি, তাই মনে করি আমি পুরোপুরি প্রস্তুত।’
দ্বিতীয় টেস্ট পূর্ব সংবাদ সম্মেলনে শান্তর পরিবর্তে তাইজুল উপস্থিত থাকায় অধিনায়কত্ব ইস্যুটি বড় হয়ে উঠে। সাধারনত যেকোন টেস্ট ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক বা কোচই উপস্থিত হয়ে থাকেন।
সব ফরম্যাট থেকে শান্তর অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছার বিষয়ে তাইজুল বলেন, ‘আসলে আমি এ বিষয়ে কিছুই শুনিনি। এমনকি এটি আমার অংশও না, এই সম্পর্কে সঠিকভাবে আমি জানি না।’
চট্টগ্রামে আসার আগে নেতৃত্ব থেকে শান্তর পদত্যাগের গুঞ্জনের বিষয়টি শিরোনাম হয়েছে।
টিম মিটিংয়ে শান্ত অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তাইজুল বলেন, ‘আমি এ বিষয়ে জানি না। আমার কাছে সত্যিই প্রশ্নের উত্তর নেই। আমি বা অন্য খেলোয়াড়রা টিম ম্যানেজমেন্ট বা বোর্ড মিটিংয়ের সাথে জড়িত নই। অধিনায়ক বা কোচ কে হবেন তা ঠিক করার সাথে আমরা জড়িত নই।’
গত ফেব্রুয়ারিতে ক্রিকেটের তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক নির্বাচিত হন শান্ত। আশ্চর্যের বিষয় হলো, নয় মাস পর হঠাৎ করেই নেতৃত্ব ছাড়তে চান তিনি। এর আগে ২০২৩ সালে চট্টগ্রামে হঠাৎ করেই অবসর নিয়েছিলেন তামিম ইকবাল। সিরিজের মাঝামাঝি সময়ে অধিনায়কত্ব নিয়ে আলোচনা-সমালোচনা হওয়ায় নেতৃত্ব থেকে সরে যেতে শান্তকে আগ্রহী করেছে বলে ধারনা করা হচ্ছে।
এসব ঘটনা সিরিজের শেষ ম্যাচে দলের উপর প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে তাইজুল বলেন, ‘এটি আসলে দলীয় খেলা। খেলোয়াড়রা এটি কিভাবে নেয় সেটাই গুরুত্বপূর্ণ। কেউ কেউ প্রভাবিত হতে পারে, আবার অন্যরা ঠান্ডা মেজাজে তাদের কাজ করতে পারে। ব্যক্তিগতভাবে বলবো আমি সবসময় শান্ত থাকার চেষ্টা করি এবং আমার কাজটি করার চেষ্টা করি। কিন্তু যখন এটি একটি গ্রুপের মধ্যে হয় আমি জানি না কে কিভাবে নিবে। আসলে সবাই একইভাবে গ্রহণ করে না।’সূত্র:বাসস।