মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করা ভারতের রামগিরি মহারাজের বক্তব্যের প্রতিবাদ ও শাস্তির দাবিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়ে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোস্তফা কামাল সমাবেশে সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জামালপুর জেলা শাখা ও হেফাজতে ইসলাম বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দিন, উপজেলার সহ-সভাপতি মুফতি শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ সানাউল্লাহ, মাওলানা আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন প্রমুখ।