ভারতের মহারাষ্ট্রে পুরোহিত রামগিরি কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর শনিবার বিকালে জাগ্রত তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিলটি আশরাফল উলুম মাদরাসা থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা পথসভা অনুষ্ঠিত হয়।
আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপুর উপজেলার সভাপতি সুলতান মাহমুদ সিরাজী, মিছিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী আমিনুল ইসলাম, হাফেজ ফয়েজুর রহমান, মুফতি ওমর ফারুক, মাওরানা মাকছুদুর রহমান, আইয়ুব আলী সাইফুল ইসলাম, মুফতি হেদায়েতুল্লাহ রহমানী, ইসলামী যুব আন্দোলনের সভাপতি শাহ আলম, মাওলানা মসিউর রহমান, আখতাজ্জামান আনসারী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা, ভারতের মহারাষ্ট্রে পুরোহিত রামগিরি কর্তৃক রাসূলুল্লাহ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ও ওই পুরোহিতের দৃষ্টান্তমূলক শাস্তির এবং ভারতীয় মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তার দাবি করেন।
সমাবেশের পরে দোয়া অনুষ্ঠিত হয়।