ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মসূচি প্রতিরোধে জেলা যুবদলের অবস্থান কর্মসূচি পালিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মসূচি প্রতিরোধে বিএনপিনেতা শামীম আহমেদের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত সরিষাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেটকারসহ দুই ডাকাত গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে শপথ নিলেন আরও তিনজন জামালপুরে ট্রাফিক সপ্তাহ শুরু আওয়ামী ষড়যন্ত্রের প্রতিবাদে বকশীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বকশীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নাশকতার মামলায় দু’জন গ্রেপ্তার পাচারকৃত অর্থ ফেরত আনতে সিঙ্গাপুরের সহায়তা চান প্রধান উপদেষ্টা ইসরাইলের হামলায় ১৩ শিশুসহ নিহত ৩০ শেখ হাসিনাকে ধরতে জারি করা হচ্ছে ‘রেড নোটিশ’
জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক

টিউবওয়েলপাড়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশা বিধ্বস্ত, মাদরাসা শিক্ষকসহ নিহত ৩

টিউবওয়েলপাড় মোড়ে ট্রাকের ধাক্কায় বিধ্বস্ত অটোরিকশা। নিহত হন তিনজন যাত্রী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী অটোরিকশা বিধ্বস্ত ও মাদরাসা শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। ৪ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের টিউবওয়েলপাড় তিন রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাদরাসা শিক্ষক মোস্তাফিজুর রহমান (৫৫) সদর উপজেলার মেঘা নয়াপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে ও বেলটিয়া কামিল মাদরাসার শিক্ষক। নিহত অটোরিকশাচালক রোকন মাহমুদ (৪৫) মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের কাপাসহাটিয়া এলাকার মৃত জয়দর হোসেনের ছেলে এবং নিহত আব্দুল মালেক (৫৩) একই উপজেলার শেখ সাদী এলাকার আব্দুস সোবহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী এলাকা থেকে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুর শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি শহরের টিউবওয়েলপাড় এলাকায় পৌঁছুলে পেছন দিক থেকে একটি ট্রাক সেটাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ভেঙে চুরমার হয় এবং এর চালকসহ তিনজন নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে গেছে।

তাদের মধ্যে অটোরিকশা চালক রোকন মাহমুদ ঘটনাস্থলেই নিহত হন। আহত আব্দুল মালেক ও মোস্তাফিজুর রহমানকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন এবং মাদরাসাশিক্ষক মোস্তাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক এ প্রতিবেদককে বলেন, সদর থানা পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মসূচি প্রতিরোধে জেলা যুবদলের অবস্থান কর্মসূচি পালিত

জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক

টিউবওয়েলপাড়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশা বিধ্বস্ত, মাদরাসা শিক্ষকসহ নিহত ৩

আপডেট সময় ০৪:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

জামালপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী অটোরিকশা বিধ্বস্ত ও মাদরাসা শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। ৪ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের টিউবওয়েলপাড় তিন রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাদরাসা শিক্ষক মোস্তাফিজুর রহমান (৫৫) সদর উপজেলার মেঘা নয়াপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে ও বেলটিয়া কামিল মাদরাসার শিক্ষক। নিহত অটোরিকশাচালক রোকন মাহমুদ (৪৫) মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের কাপাসহাটিয়া এলাকার মৃত জয়দর হোসেনের ছেলে এবং নিহত আব্দুল মালেক (৫৩) একই উপজেলার শেখ সাদী এলাকার আব্দুস সোবহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী এলাকা থেকে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুর শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি শহরের টিউবওয়েলপাড় এলাকায় পৌঁছুলে পেছন দিক থেকে একটি ট্রাক সেটাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ভেঙে চুরমার হয় এবং এর চালকসহ তিনজন নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে গেছে।

তাদের মধ্যে অটোরিকশা চালক রোকন মাহমুদ ঘটনাস্থলেই নিহত হন। আহত আব্দুল মালেক ও মোস্তাফিজুর রহমানকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন এবং মাদরাসাশিক্ষক মোস্তাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক এ প্রতিবেদককে বলেন, সদর থানা পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অমৃত্যুর মামলা দায়ের হয়েছে।