বাংলাদেশের সরকারি চাকরিতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার বা সমমানের পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রিধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। দেশব্যাপী বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের কর্মসূচির অংশ হিসেবে ১ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনটির জামালপুর জেলা প্রতিনিধি বকশীগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. রেজাউল করিম বলেন, বৈষ্যম্যহীন বাংলাদেশ বির্নিমাণে সার্ভেয়িং ডিপ্লোমাধারীরা ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণ, সড়ক, মহাসড়ক, ব্রিজ, কালভার্ট, নদী/খাল খনন, বাঁধ ইমরাত নির্মাণসহ টপোগ্রাফিক, হাইড্রোগ্রাফিক জরিপসহ সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের সকল উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কারিগর হিসেবে দিভিন্ন দপ্তরে সার্ভেয়ার বা সমমানের পদে কর্মরত থেকে সার্র্ভে ডিপ্লোমা প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
১৯৮৯ সাল থেকে সকল সরকারের আমলে আমাদের বেতন স্কেল গ্রেড উন্নীত করার জন্য দাবি জানিয়ে আসছি। কিন্তু অতীতের সবগুলো সরকারই আমাদের দাবি বাস্তবায়নে কালক্ষেপণ করেছেন। সর্বশেষ চলতি বছরের ১৬ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলন করে দেশবাসীর কাছে সার্ভেয়িং ডিপ্লোমা প্রকৌশলীদের বৈষম্য ও দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সময় বেঁধে দিয়ে ১ অক্টোবর থেকে লাগাতার কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকারও কোন পদক্ষেপ না নেওয়ায় ১ অক্টোবর এই অবস্থান কর্মসূচি পালন করা হলো। ৩ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না করা হলে ৬ অক্টোবর থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের অর্ধ দিকস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচিতে জামালপুর জেলার ২৪ জন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অংশ নেন।