জামালপুরের মাদারগঞ্জ থানা পুলিশ নাশকতার অভিযোগে মাদারগঞ্জ উপজেলার ১২ জন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। ২ অক্টোবর বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নেতারা হলেন মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা সেলিম আহমেদ, গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বাসেদ খান, চরপাকেরদহ ইউনিয়নের কৃষকলীগের সাবেক সভাপতি রহুল আমীণ, পলিশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছামিউল, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান, আদারভিটা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কদ্দুস সওদাগর, ছাত্রলীগ নেতা রিপন মিয়া, যুবলীগ নেতা শাহা আলম, মাদারগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি মুমিন সাকিব, তাঁতীলীগ ওয়ার্ড সভাপতি আল আমীন, আওয়ামী লীগের নেতা ছামিউল ইসলাম মানিক ও সুজন রানা রঞ্জু মিয়া।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম এ প্রতিবেদককে বলেন, জানান , কয়েকদিন আগে বিএনপি মাদারগঞ্জ উপজেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫/৩ ধারায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে জামালপুরের পুলিশ আদালতে সোপর্দ করা হয়েছে।