জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং অন্যান্য কর্মকর্তাদের অপসারণ করে নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবিতে তিন ঘণ্টার কর্মবিরতি পালিত হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত জ্যেষ্ঠ স্টাফ নার্স ও মিডওয়াইফবৃন্দ ১ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।
এসময় সকল নার্স ও মিডওয়াইফ হাসপাতালের সকল সেবা প্রদান থেকে বিরত থাকেন। ফলে চিকিৎসা নিতে আসা রোগী ও গর্ভবতী নারীদের দুর্ভোগ পোহাতে হয়।
হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স মাহমুদা সিদ্দিকা শিউলি, সাইমুন নাহার, সঞ্চিতা সাথী ও মানসুরা আক্তার কল্প, মিডওয়াইফ সানজিদা হক ও নাসরিন জাহান নিলাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।