ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে দুঃসংবাদ দিলেন ফরাসি প্রেসিডেন্ট, ক্ষেপলেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ‘মিল্টন’ প্রথম টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৭ উইকেটে পরাজিত বাংলাদেশ আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের ‘হেক্সা’ জয় বৃষ্টির পানিতে সরিষাবাড়ী স্টেশনে ব্যাপক জলাবদ্ধতা, ব্যাপক দুর্ভোগ মাদারগঞ্জের নলছিয়া এ কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের হানা, আলমিরার নথিপত্রে আগুন নকলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি মহল ষড়যন্ত্র করার পাঁয়তারা করছে : ওয়ারেছ আলী মামুন বিএফএ জামালপুর নতুন কমিটিতে সভপতি চান মিয়া, সম্পাদক নবাব দেওয়ানগঞ্জে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত

দেওয়ানগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভায় ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্সসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টা দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স। তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা উৎসব চলাকালীন সময়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে, পৌর শহরের পূজামণ্ডপগুলো সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসা হবে। পূজামণ্ডপগুলোতে কড়া নজরদারি ও বিদ্যুতের যেন ঘাটতি না হয় সে দিকে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করেন তিনি।

সেনাবাহিনীর ক্যাপ্টেন তানভীর তার বক্তব্যে বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর টহল চলছে। এই টহল আরও জোরদার করা হবে। কেউ যেন গুজব ছড়াতে না পারে, ভুয়া তথ্য দিয়ে যেন কেউ কাউকে বিভ্রান্ত করতে না পারে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান সভায় বলেন, আমরা প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করেছি। সন্ধ্যার পরে লোডশেডিং হলে সবাইকে সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে আগাম বার্তা দেওয়ার দাবিও জানান তিনি। প্রতিমা বিসর্জনের সময় লাইফ জ্যাকেট প্রদানের কথা বলেন। এছাড়া ২৩টি পূজামণ্ডপে ভিজিটিং বই প্রদানের আশ্বাস দেন। তিনি সার্বিক নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন।

দেওয়ানগঞ্জ উপজেলা কেন্দ্রীয় উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ বলেন, আমাদের উপজেলায় পূজাকে কেন্দ্র করে কখনই কোন অঘটন ঘটেনি এবারেও ঘটবে না। এখানে হিন্দু সম্প্রদায়ের সাথে অন্যান্য সম্প্রদায় মিলেমিশে উৎসব পালন করে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র মোহন চন্দ্র, পাথরের চর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মফিদুল ইসলাম, পল্লী বিদ্যুতের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) ইয়াহিয়া সিদ্দিকী, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মবিন খান, আনসার ভিডিপি কর্মকর্তা নজরুল ইসলাম, নয়াদিগন্ত প্রতিনিধি সাংবাদিক খাদেমুল ইসলাম প্রমুখ।

এছাড়াও সভায় যুব উন্নয়ন কর্মকর্তা আহসানুল হক, নির্বাচন কর্মকর্তা মোক্তার হোসেন, চিকাজানী ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাস, কালের কণ্ঠের সাংবাদিক তারেক মাহমুদ, বিভিন্ন মণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে দুঃসংবাদ দিলেন ফরাসি প্রেসিডেন্ট, ক্ষেপলেন নেতানিয়াহু

দেওয়ানগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

জামালপুরের দেওয়ানগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টা দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স। তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা উৎসব চলাকালীন সময়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে, পৌর শহরের পূজামণ্ডপগুলো সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসা হবে। পূজামণ্ডপগুলোতে কড়া নজরদারি ও বিদ্যুতের যেন ঘাটতি না হয় সে দিকে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করেন তিনি।

সেনাবাহিনীর ক্যাপ্টেন তানভীর তার বক্তব্যে বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর টহল চলছে। এই টহল আরও জোরদার করা হবে। কেউ যেন গুজব ছড়াতে না পারে, ভুয়া তথ্য দিয়ে যেন কেউ কাউকে বিভ্রান্ত করতে না পারে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান সভায় বলেন, আমরা প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করেছি। সন্ধ্যার পরে লোডশেডিং হলে সবাইকে সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে আগাম বার্তা দেওয়ার দাবিও জানান তিনি। প্রতিমা বিসর্জনের সময় লাইফ জ্যাকেট প্রদানের কথা বলেন। এছাড়া ২৩টি পূজামণ্ডপে ভিজিটিং বই প্রদানের আশ্বাস দেন। তিনি সার্বিক নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন।

দেওয়ানগঞ্জ উপজেলা কেন্দ্রীয় উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ বলেন, আমাদের উপজেলায় পূজাকে কেন্দ্র করে কখনই কোন অঘটন ঘটেনি এবারেও ঘটবে না। এখানে হিন্দু সম্প্রদায়ের সাথে অন্যান্য সম্প্রদায় মিলেমিশে উৎসব পালন করে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র মোহন চন্দ্র, পাথরের চর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মফিদুল ইসলাম, পল্লী বিদ্যুতের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) ইয়াহিয়া সিদ্দিকী, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মবিন খান, আনসার ভিডিপি কর্মকর্তা নজরুল ইসলাম, নয়াদিগন্ত প্রতিনিধি সাংবাদিক খাদেমুল ইসলাম প্রমুখ।

এছাড়াও সভায় যুব উন্নয়ন কর্মকর্তা আহসানুল হক, নির্বাচন কর্মকর্তা মোক্তার হোসেন, চিকাজানী ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাস, কালের কণ্ঠের সাংবাদিক তারেক মাহমুদ, বিভিন্ন মণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।