জামালপুরের ইসলামপুর উপজেলায় নাগরিকদের মধ্যে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। ১ অক্টোবর মঙ্গলবার ইসলামপুর হাইস্কুল ও কলেজ মিলনায়তনে এই কাজের উদ্বোধন করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, অধ্যক্ষ মাহবুবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধুরী এ প্রতিবেদককে বলেন, ইসলামপুর উপজেলায় ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত ১২টি ইউনিয়ন ও পৌরসভার দুই লাখ তিন হাজার ৭২৮ জনের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
তিনি আরও জানান, ইসলামপুর পৌরসভায় ১ থেকে ৭ অক্টোবর, উপজেলার কুলকান্দি ইউনিয়নে ৮ থেকে ১০ অক্টোবর, বেলগাছা ইউনিয়নে ১১ থেকে ১৫ অক্টোবর, চিনাডুলী ইউনিয়নে ১৬ থেকে ২০ অক্টোবর, নোয়ারপাড়া ইউনিয়নে ২১ থেকে ২৫ অক্টোবর, সাপধরী ইউনিয়ন ২৭ থেকে ২৮ অক্টোবর, সদর ইউনিয়ন ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর, পার্থশী ২ থেকে ৭ নভেম্বর, পলবান্ধা ৮ থেকে ১০ নভেম্বর, গোয়ালের চর ইউনিয়নে ১১ থেকে ১৫ নভেম্বর, গাইবান্ধা ইউনিয়নে ১৬ থেকে ২২ নভেম্বর, চর পুটিমারী ইউনিয়নে ২৪ থেকে ২৯ নভেম্বর, চর গোয়ালীনি ইউনিয়নে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ৬৩ দিনব্যাপী বিভিন্ন কেন্দ্রে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এছাড়া যারা সময় মত নিতে না পারবে তারা পরবর্তীতে কার্যালয় থেকে নিতে পারবেন বলে জানান তিনি।