বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৭ বছরে বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করে রেখে গেছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে জনগণের ভোটের অধিকার থেকে বঞ্চিত করে প্রহসনের আশ্রয় নিয়ে প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার করে দিনের ভোট রাতে নিয়েছে।
৩০ সেপ্টেম্বর সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতার মসনদ দখল করে রেখেছিল। যে কারণে গত ১৭ বছরে এই বাংলাদেশে অর্থনৈতিক লুটতরাজের মহোৎসব চলেছে। তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনাসহ আওয়ামী লীগের এমপি-মন্ত্রী, নেতাকর্মীরা লুটতরাজের মহোৎসব করেছে। ১৭ বছরে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। বাড়ি- গাড়ির মালিকও হয়েছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা হাজার টাকা বিদেশে পাচার করে এই বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে ফেলেছে। পাশাপাশি ক্ষমতার মসনদকে তারা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের মুক্তিকামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনগণ এবং আলেম-উলামাদের উপর চরম জুলুম নির্যাতন চালিয়েছেন। এই বাংলাদেশে শতকরা ৮৭ ভাগ মানুষ মুসলমান যাদের সবচেয়ে বড় আত্মার সেন্টিমেন্ট হচ্ছে ইসলাম। এই ইসলাম নিয়ে তারা ষড়যন্ত্র করেছে। এখনও তারা ষড়যন্ত্র করছে। তাই তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জেলা ওলামাদলের আহ্বায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রাশেদীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রেজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জামালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা কৃষকদলের সদস্য সচিব গাউছুল আজম শাহীন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, জেলা ওলামা দলের যুগ্মআহ্বায়ক আব্দুল মুত্তালিব সেলিম ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।