জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগমের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছিন (মাদরাসা শিক্ষক সমিতি) জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে তারা সাক্ষাত করেন।
এ সময় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা শাহ মো. আনোয়ারুল হক, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, মো. হাফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা কাজী মসিউর রহমান, মো. মুজাফফর আলী, মাওলানা মো. আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ওমর ফারুক, দপ্তর সম্পাদক এম এ জলিল তারা, প্রচার সম্পাদক নুরুজ্জামান, দেওয়ানগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ।
জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, জামালপুর জেলাকে নতুনভাবে সাজাতে আপনারা পাশে থাকবেন। সরকারের যেকোন উন্নয়নমূলক কার্মকাণ্ডে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে সাক্ষাতের শুরুতেই জেলা প্রশাসককে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।