ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে বিশ্বনবীকে অবমাননার ঘটনায় বকশীগঞ্জে তৌহিদী জনতার প্রতিবাদ মিছিল দল বা ধর্মের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত হতে দেব না : ডা. শফিকুর রহমান সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক ৫ বছর পর জুমার খুতবা, মুসলমানদের উদ্দেশে যে বার্তা দিলেন খামেনি যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের আঘাতে মৃতের সংখ্যা ২১০ ছাড়িয়েছে দক্ষিণ বৈরুতে ইসরাইলের টানা ১১ বিমান হামলা টিউবওয়েলপাড়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশা বিধ্বস্ত, মাদরাসা শিক্ষকসহ নিহত ৩ ভারতে হযরত মুহাম্মদকে (সা.) অবমাননার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্তের দাবিতে জিল বাংলায় মানববন্ধন সাইনবোর্ডবিহীন জামালপুর রেলওয়ে স্টেশন, স্টেশন মাস্টার বললেন বাজেট নেই

জামালপুর জেনারেল হাসপাতালের শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠিত

জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান নামে একুশ মাস বয়সী এক শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর শনিবার রাতে চিকিৎসা অবহেলায় ওই শিশু মৃত্যুর অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহা. মাহফুজুর রহমান জানান, ৭ সেপ্টেম্বর সকালে মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামের সুজন আকন্দের সন্তান আব্দুর রহমানকে অসুস্থ অবস্থায় হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে তার পরিবার। পরে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় গত ১২ সেপ্টেম্বর শেখ হাসিনা মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. আব্দুল খালেককে সভাপতি করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- শেখ হাসিনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. আবুল কালাম আজাদ, জেলা প্রশাসকের মনোনীত একজন প্রতিনিধি, জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত উপসেবা তত্ত্বাবধায়ক লাইলি বেগম ও হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম ইফতেখার। এই কমিটিতে সদস্য সচিব হিসেবে কাজ করবেন ডা. শামীম ইফতেখার। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য বলা হয়েছে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার চারদিন পর তদন্ত কমিটি গঠিত হয়, কিন্তু কমিটিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকার কথা থাকলেও এখনও কাউকে যুক্ত করা হয়নি। তাই পূর্ণাঙ্গভাবে কমিটি গঠিত না হওয়ায় কাজ শুরু করতে পারেনি তদন্ত কমিটি।

মৃত শিশু আব্দুর রহমানের চাচা তরিকুল ইসলাম চিকিৎসা অবহেলায় তার ভাতিজার মৃত্যুর অভিযোগ করে বলেন, আমি জামালপুর সদর থানায় এ ব্যাপারে অভিযোগ করলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। হাসপাতাল থেকেও আমাদের সাথে কেউ কোন যোগাযোগ করেননি। আমরা ন্যায়বিচার পাব কিনা নিশ্চিত না।

নাগরিক অধিকারকর্মী আইনজীবী মো. ইউসুফ আলী বলেন, তদন্ত কমিটি পূর্নাঙ্গভাবে গঠন না হওয়ায় শিশু মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাই হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা নিয়ে সচেতন মহল উদ্বিগ্ন।

এ প্রসঙ্গে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর এ প্রতিবেদককে বলেন, শিশু মৃত্যুর ঘটনায় শিশুর চাচা তরিকুল ইসলাম থানায় অভিযোগ করেছেন। তার অভিযোগ গ্রহণ করা হয়েছে, বিষয়টি তদন্তাধীন।

এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান ডা. আব্দুল খালেক এ প্রতিবেদককে বলেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা চলমান থাকায় ও জেলা প্রশাসকের প্রতিনিধি নির্ধারণ না হওয়ায় তদন্ত কমিটি কাজ শুরু করতে পারেনি। আমরা সময় বৃদ্ধির জন্য আবেদন করব।

উল্লেখ্য, জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় মৃত ওই শিশুকে নিয়ে জামালপুর জেলা প্রেসক্লাবে আসেন শিশুটির পরিবার ও স্বজনরা। বিভিন্ন গণমাধ্যমে ওই শিশুর মৃত্যু নিয়ে সংবাদ প্রচারিত হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুর মরদেহ নিয়ে প্রেসক্লাবে আসার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। প্রশ্ন উঠে হাসপাতালে রোগীদের সেবা প্রদানে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও অন্যান্যদের যথাযথ দায়িত্ব পালন নিয়ে।

জনপ্রিয় সংবাদ

ভারতে বিশ্বনবীকে অবমাননার ঘটনায় বকশীগঞ্জে তৌহিদী জনতার প্রতিবাদ মিছিল

জামালপুর জেনারেল হাসপাতালের শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠিত

আপডেট সময় ০৯:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান নামে একুশ মাস বয়সী এক শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর শনিবার রাতে চিকিৎসা অবহেলায় ওই শিশু মৃত্যুর অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহা. মাহফুজুর রহমান জানান, ৭ সেপ্টেম্বর সকালে মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামের সুজন আকন্দের সন্তান আব্দুর রহমানকে অসুস্থ অবস্থায় হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে তার পরিবার। পরে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় গত ১২ সেপ্টেম্বর শেখ হাসিনা মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. আব্দুল খালেককে সভাপতি করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- শেখ হাসিনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. আবুল কালাম আজাদ, জেলা প্রশাসকের মনোনীত একজন প্রতিনিধি, জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত উপসেবা তত্ত্বাবধায়ক লাইলি বেগম ও হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম ইফতেখার। এই কমিটিতে সদস্য সচিব হিসেবে কাজ করবেন ডা. শামীম ইফতেখার। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য বলা হয়েছে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার চারদিন পর তদন্ত কমিটি গঠিত হয়, কিন্তু কমিটিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকার কথা থাকলেও এখনও কাউকে যুক্ত করা হয়নি। তাই পূর্ণাঙ্গভাবে কমিটি গঠিত না হওয়ায় কাজ শুরু করতে পারেনি তদন্ত কমিটি।

মৃত শিশু আব্দুর রহমানের চাচা তরিকুল ইসলাম চিকিৎসা অবহেলায় তার ভাতিজার মৃত্যুর অভিযোগ করে বলেন, আমি জামালপুর সদর থানায় এ ব্যাপারে অভিযোগ করলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। হাসপাতাল থেকেও আমাদের সাথে কেউ কোন যোগাযোগ করেননি। আমরা ন্যায়বিচার পাব কিনা নিশ্চিত না।

নাগরিক অধিকারকর্মী আইনজীবী মো. ইউসুফ আলী বলেন, তদন্ত কমিটি পূর্নাঙ্গভাবে গঠন না হওয়ায় শিশু মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাই হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা নিয়ে সচেতন মহল উদ্বিগ্ন।

এ প্রসঙ্গে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর এ প্রতিবেদককে বলেন, শিশু মৃত্যুর ঘটনায় শিশুর চাচা তরিকুল ইসলাম থানায় অভিযোগ করেছেন। তার অভিযোগ গ্রহণ করা হয়েছে, বিষয়টি তদন্তাধীন।

এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান ডা. আব্দুল খালেক এ প্রতিবেদককে বলেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা চলমান থাকায় ও জেলা প্রশাসকের প্রতিনিধি নির্ধারণ না হওয়ায় তদন্ত কমিটি কাজ শুরু করতে পারেনি। আমরা সময় বৃদ্ধির জন্য আবেদন করব।

উল্লেখ্য, জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় মৃত ওই শিশুকে নিয়ে জামালপুর জেলা প্রেসক্লাবে আসেন শিশুটির পরিবার ও স্বজনরা। বিভিন্ন গণমাধ্যমে ওই শিশুর মৃত্যু নিয়ে সংবাদ প্রচারিত হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুর মরদেহ নিয়ে প্রেসক্লাবে আসার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। প্রশ্ন উঠে হাসপাতালে রোগীদের সেবা প্রদানে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও অন্যান্যদের যথাযথ দায়িত্ব পালন নিয়ে।