মো. আলমগীর
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
১২ রবিউল আওয়াল ১৪৪৬ হিজরি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল করেছে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
১৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে শহরের বেলটিয়া গ্যাসপাম্প সংলগ্ন জেসিসিআই’র ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু সিআইপি।
রেজাউল করিম রেজনু বলেন, আজ ১২ রবিউল আওয়াল। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। হজরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে এসেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। সৌদি আরবের মক্কা নগরের বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।
তিনি আরও বলেন, আল্লাহ তালার অশেষ রহমত না থাকলে আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারতাম না। নবী করিম হযরত মুহাম্মদ (সা.) এর অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানে যাঁরা এসেছেন সকলের মনের বাসনা, নেক হায়াত এবং সকলের হালাল রিজিকের ফয়সালা যেন করে দেন। শান্তিপ্রিয় জামালপুর জেলাকে শান্তিময় করার আহ্বান জানান।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি রঞ্জন কুমার সিংহ (চপল), ইকরামুল হক নবীন, মো. সিদ্দিকুর রহমান, পরিচালক হাজী নজরুল ইসলাম, পরিচালক রকিবুল করিম, পরিচালক আনিছুর রহমান মানিক, পরিচালক সুবীর বসাক, পরিচালক আসাদুজ্জামান আকন্দ বাবু, পরিচালক সুজন দত্ত, পরিচালক সুমন সাহাসহ জেসিসিআই’র ও বিভিন্ন ব্যবসায়ী সেক্টরের নেতৃবৃন্দ এবং সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুসলিমাবাদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবুল হাসেম।