মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
জামালপুরে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে অতিথি লিমিটেডের উদ্যোগে ইউজার প্রেজেন্টেশন ও স্বনির্ভর উদ্দোক্তাদের সম্মাননা পুরস্কার অনুষ্ঠিত হয়।
১৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুরের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রশিক্ষণার্থীদের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এজিএম ট্রেনিং অতিথি লিমিটেডের লায়ন মো. মাহবুব আলম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক। প্রধান আলোচক এবং ট্রেইনার অতিথি লিমিটেডের এমডি এন্ড সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এন্ড স্বনির্ভর উদ্যোক্তা আইনজীবী সানোয়ার হোসেন, প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার লায়ন আফিয়া কনক এবং অতিথি সিটি এ্যান্ড রিসোটের চেয়ারম্যান এস এম শাহীনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রধান আলোচক বলেন, ফেসবুক যদি সমগ্র পৃথিবী জুড়ে ব্যবসা করতে পারে আমরা পারব না কেন? আমরাও পারব, অতিথি ডটকমের মাধ্যমে তা গড়ে তুলবো। একজন উদ্যোক্তা হয়ে অতিথি ডটকমের মাধ্যমে বিশ্বময় ব্যবসা সম্প্রসারণ কীভাবে করা যায় পর্যায়ক্রমে প্রশিক্ষণার্থীদের মাঝে তুলে ধরেন।
তিনি আরও বলেন, অন্যান্য প্রতিষ্ঠানের মত হাতি হয়ে আমরা আপনাদের পিঠে চড়ব না। আমরা হাতি হব কষ্ট করে আপনারা পিঠে চড়ে বসবেন। এগিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। অনুরোধ করবো কাউকে মিথ্যা বলবেন না, মিথ্যা আশ্বাস ও প্রলোভন দেখাবেন না। কোম্পানির যা নিয়ম নীতি সেটাই বলবেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান এবং ক্রিয়েটিভ উদ্যোক্তাদের জন্য কেক কাটা হয়।