
মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ বাজার স্টেশনগামী লোকাল ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে জামালপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের আগেই ইঞ্জিনে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ২৫৫ নম্বর লোকাল ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের আগেই হঠাৎ ইঞ্জিনে ধোঁয়া দেখতে পান ট্রেনের চালক। পরে ট্রেনের চালক ওই অবস্থায় ট্রেনটি নিয়ে জামালপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করেন। পরে ফায়ার সার্ভিসকে অগ্নিকাণ্ডের খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্টেশনে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জামালপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্টেশনে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে বড় ধরনের কোনো ঝুঁকি নেই।
জামালপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ বাজারগামী ২৫৫ নম্বর লোকাল ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রেনটি এখন চলাচলের অনুপযোগী। তবে ট্টেন চলাচল বিঘ্নিত হয়নি।