নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
প্রতিভা বিকাশের বহুমুখী কাজের ধারাবাহিকতায় জামালপুরের অন্যতম প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান আলোড়ন একাডেমির উদ্যোগে ১৩ সেপ্টেম্বর শুক্রবার গণিত প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আলোড়ন মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি।
সদর উপজেলা পরিষদ মিলানয়াতনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শিহাবুল আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, সরকারি আশেক মাহমুদ কলেজের সহযোগী অধ্যাপক (গণিত বিভাগ) মো. আব্বাস আলী, সহকারী অধ্যাপক (গণিত বিভাগ) মোহাম্মদ হুমায়ুন কবীর, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের প্রতিনিধি নিশান মাহমুদ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন আলোড়ন একাডেমির উপদেষ্টা পংকজ পাল এবং পরিচালনা করেন আলোড়ন একাডেমির পরিচালক আব্দুর রহিম রবিন।
অনুষ্ঠানে ছাত্র, ছাত্রী, অভিভাবকসহ দুই শতাধিক লোক অংশ নেন। পুরস্কার বিতরণ শেষে আলোড়ন একাডেমির নিজস্ব শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।