লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর আগুন লেগে বসত ঘর ও আসবাবপত্র ভস্মীভূত হয়ে প্রায় বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ১৩ সেপ্টেম্বর শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের শংকরপুর নতুন পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলাধীন পশ্চিম শংকরপুর নতুনপাড়া গ্রামের দুদুল মন্ডলের দুবাই প্রবাসী দুই ছেলে শাহজাহান মন্ডল ও শাহ আলম মন্ডলের দুইটি টিনসেড বসত ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরের সাথেই বৈদ্যুতিক খুটির উপরে লাগানো ট্রান্সফরমার হঠাৎ ব্রাস্ট হওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে বসত ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ইসলামপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী জানান, গভীর রাতে আগুন লেগে দুইটি বসত ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে।