
মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর বুধবার বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা বিএনপির সহসভাপতি আইনজীবী ফজলুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সহসাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন বাবুল প্রমুখ। সঞ্চালনা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।