জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা কামনা ও নিহতের স্মরণে দোয়া মাহফিল এবং আলিম প্রথমবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে জানকিপুর ইসলামিয়া আলিম মাদরাসার উদ্যোগে মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নিলাখিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মমতাজুর রহমান মমতাজ। মাদরাসাটির অধ্যক্ষ মওলানা মো. শাহজাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাট্টাজোড় কেআরআই কামিল মাদরাসার অধ্যক্ষ সুলতান মাহমুদ, বকশীগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, মওলানা সাজ্জাদ হোসাইন, মকবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জ্যেষ্ঠ সহকারী শিক্ষক আবিরুজ্জামান।
দোয়া মাহফিলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা কামনা ও নিহতদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এছাড়াও আলিম প্রথমবর্ষের ৩৯ জন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।