ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে এক কৃষককে পিটিয়ে আহত

কৃষক আবু বক্কর। ছবি: বাংলারচিঠিডটকম

কৃষক আবু বক্কর। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে আবু বক্কর নামে এক কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী নুরুল ইসলামের বিরুদ্ধে। ৭ সেপ্টেম্বর শনিবার রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত কৃষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চর পোগলদিঘা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে নূরুল ইসলামের সঙ্গে একই এলাকার হাসান মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। হাসান মিয়ার সাথে প্রতিবেশী কৃষক আবু বক্করের সখ্যতা থাকায় শনিবার রাতে তাকে ঢেকে নিয়ে মারধর করে নূরুল ইসলাম ও তার সঙ্গীরা। এতে কৃষক আবু বক্কর গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

আহত কৃষক আবু বক্কর অভিযোগ করে বলেন, হাসান মিয়া বাড়িতে আসলে তাকে বিভিন্ন কাজে সহায়তা করে থাকেন তিনি। এর জের ধরে শনিবার রাতে আমাকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে নূরুল ইসলাম ও তার সহযোগীরা। এ ঘটনার বিচার দাবি করেন ভুক্তভোগী কৃষক।

এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য নূরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, মারধরের ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে এক কৃষককে পিটিয়ে আহত

আপডেট সময় ০৬:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
কৃষক আবু বক্কর। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে আবু বক্কর নামে এক কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী নুরুল ইসলামের বিরুদ্ধে। ৭ সেপ্টেম্বর শনিবার রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত কৃষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চর পোগলদিঘা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে নূরুল ইসলামের সঙ্গে একই এলাকার হাসান মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। হাসান মিয়ার সাথে প্রতিবেশী কৃষক আবু বক্করের সখ্যতা থাকায় শনিবার রাতে তাকে ঢেকে নিয়ে মারধর করে নূরুল ইসলাম ও তার সঙ্গীরা। এতে কৃষক আবু বক্কর গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

আহত কৃষক আবু বক্কর অভিযোগ করে বলেন, হাসান মিয়া বাড়িতে আসলে তাকে বিভিন্ন কাজে সহায়তা করে থাকেন তিনি। এর জের ধরে শনিবার রাতে আমাকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে নূরুল ইসলাম ও তার সহযোগীরা। এ ঘটনার বিচার দাবি করেন ভুক্তভোগী কৃষক।

এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য নূরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, মারধরের ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।