শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম
সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নকলার আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে একটি ‘শহীদি মার্চ’ বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তি হলো ৫ সেপ্টেম্বর। দিনটিকে স্মরণীয় করে রাখতে আজ ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম এ কর্মসূচি ঘোষণা করেন। এক মাস পূর্তি উপলক্ষে আজ দেশব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শহীদদের স্মৃতি ধারণ করে এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হয়।