বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দেশীয় তৈরি একটি ওয়ান শুটার পাইপগান উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। ৪ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের চর পোল্লাকান্দি এলাকা থেকে এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের চর পোল্লাকান্দি গ্রামের মকবুল হোসেনের ছেলে বকুল হোসেন (৩২) প্রতিবেশীদের সাথে ঝগড়ার একপর্যায়ে উত্তেজিত হয়ে তার ঘরে থাকা দেশীয় ওয়ান শুটার পাইপগান নিয়ে তার মামা কালা মিয়াকে আক্রমণ করতে গেলে স্থানীয়রা তাকে ধাওয়া করে। এ সময় তিনি অস্ত্রটি রেখে পালিয়ে যান। পরে দেওয়ানগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস এ প্রতিবেদককে জানান, ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ওয়ান শুটার পাইপ গানটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে উপ-পরিদর্শক (এসআই) জুয়েল বর্মন বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।