জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
জামালপুরে শিকদার গ্রুপের মুতিয়ারা পাওয়ার প্যাক ১০০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নিরাপত্তাকর্মী ও প্লান্টের কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে জিম্মি করে কয়েক কোটি টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। ৪ সেপ্টেম্বর বুধবার রাতে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎ প্লান্টে স্থানীয় কর্তৃপক্ষ জানান, বুধবার রাত সাড়ে ৭টার দিকে অজ্ঞাত পরিচয়ের সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত পাওয়ার প্যাক মুতিয়ারা বিদ্যুৎ প্লান্টে প্রবেশ করে। দুর্বৃত্তর অস্ত্রের মুখে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এরপর প্লান্টে কর্মরত প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরও অস্ত্রের মুখে জিম্মি করে একটি ভবনে আটকে রেখে সারারাত লুটপাট চালায়।
দুর্বৃত্তরা প্লান্টের ভেতরে থাকা কয়েকটি কন্টেইনার থেকে কয়েক কোটি টাকার মূল্যবান বৈদ্যুতিক ক্যাবল ও অন্যান্য যন্ত্রাংশ লুট করে ট্রাকবোঝাই করে নিয়ে যায়।এ সময় প্লান্টের ভেতরের অফিসগুলো থেকে মূল্যবান উপকরণ, সিসিটিভি ক্যামেরার ড্রাইভ, কম্পিউটার ও মূল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ব্যাপারে জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহরাব হোসেন এ প্রতিবেদককে বলেন, মুতিয়ারা পাওয়ার প্লান্টে একদল দুর্বৃত্তের হানা ও লুটপাটের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, মুতিয়ারা পাওয়ার প্যাক ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্লান্টটি জামালপুর পৌরসভার শাহপুরের বন্দেরবাড়ি এলাকায় স্থাপিত হয় ২০১৭ সালে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে ১৫ বছরের চুক্তির ভিত্তিতে বহুল আলোচিত শিককদার গ্রুপের মুতিয়ারা পাওয়ার প্যাক নামের একটি কোম্পানি এ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি নির্মাণ করেছে প্রায় ৮০০ কোটি টাকায়। শিকদার গ্রুপের মালিকানা নিয়ে অভ্যন্তরীন দ্বন্দ্ব ও বিভিন্ন দুর্নীতির কারণে তাদের জামালপুরের এই বিদ্যুৎ প্লান্টটিতে প্রায় তিন বছর ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।