ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলের ভারসাম্য ভারতকে হারানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে : হাথুরুসিংহে সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেলো সেনাবাহিনী জামালপুর জেনারেল হাসপাতালের শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠিত বকশীগঞ্জে পৌর সচিবের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ করলেন সাবেক মেয়র ২০০ কোটি ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই ভাই ভাই : ফরিদুল কবীর তালুকদার শামীম জার্মানি বাংলাদেশকে ১শ’ কোটি ইউরো দেবে : রিজওয়ানা গাজায় ‘দীর্ঘ যুদ্ধের’ জন্য প্রস্তুত হামাস শেরপুরের জেল পলাতক ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি ফিরোজ র‌্যাবের হাতে গ্রেপ্তার মহানবী (সা.) এর পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ : ধর্ম উপদেষ্টা

শাহীন ক্যাডেট স্কুলের পরিচালকের অপসারণ চায় বকশীগঞ্জের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করেন ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান। ছবি : বাংলারচিঠিডটকম

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করেন ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে শাহীন ক্যাডেট স্কুলের পরিচালকের অপসারণের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষার্থীদের দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

৪ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪টার দিকে উপজেলা মোড়ে অবস্থিত শাহীন ক্যাডেট স্কুল বকশীগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে।

ওই প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক আনোয়ার হোসেন বিভিন্ন সময় নবম শ্রেণির মেয়ে শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর কথাবার্তা ও অশ্লীল অঙ্গভঙ্গি করে থাকেন। ৪ সেপ্টেম্বর বিষয়টি জানাজানি হলে নবম শ্রেণির শিক্ষার্থীরা এর প্রতিবাদ করেন।

একপর্যায়ে শিক্ষার্থীরা পরিচালক আনোয়ার হোসেনের অপসারণের দাবিতে বিক্ষোভ শুরু করলে আনোয়ার হোসেনের পক্ষের কিছু শিক্ষার্থী বিক্ষোভরত শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকদের অবস্থান। ছবি : বাংলারচিঠিডটকম

খবর পেয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষের শিক্ষার্থীদের সরিয়ে দেন।

যৌন হয়রানির বিষয়ে পরিচালক আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, এটা যারা অভিযোগ করেছে তারাই মূল হোতা।

এ বিষয়ে শাহীন ক্যাডেট স্কুল বকশীগঞ্জ শাখার আরেক পরিচালক মতিয়ার রহমান এ প্রতিবেদককে বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে, আশা করি দ্রুত সব কিছুর সমাধান হবে।

শাহীন ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিভাবকেরাও।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান এ প্রতিবেদককে বলেন, পরিচালকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা শুরু হলে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ব্যাপারে সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের ভারসাম্য ভারতকে হারানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে : হাথুরুসিংহে

শাহীন ক্যাডেট স্কুলের পরিচালকের অপসারণ চায় বকশীগঞ্জের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

আপডেট সময় ০৭:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করেন ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে শাহীন ক্যাডেট স্কুলের পরিচালকের অপসারণের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষার্থীদের দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

৪ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪টার দিকে উপজেলা মোড়ে অবস্থিত শাহীন ক্যাডেট স্কুল বকশীগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে।

ওই প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক আনোয়ার হোসেন বিভিন্ন সময় নবম শ্রেণির মেয়ে শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর কথাবার্তা ও অশ্লীল অঙ্গভঙ্গি করে থাকেন। ৪ সেপ্টেম্বর বিষয়টি জানাজানি হলে নবম শ্রেণির শিক্ষার্থীরা এর প্রতিবাদ করেন।

একপর্যায়ে শিক্ষার্থীরা পরিচালক আনোয়ার হোসেনের অপসারণের দাবিতে বিক্ষোভ শুরু করলে আনোয়ার হোসেনের পক্ষের কিছু শিক্ষার্থী বিক্ষোভরত শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকদের অবস্থান। ছবি : বাংলারচিঠিডটকম

খবর পেয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষের শিক্ষার্থীদের সরিয়ে দেন।

যৌন হয়রানির বিষয়ে পরিচালক আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, এটা যারা অভিযোগ করেছে তারাই মূল হোতা।

এ বিষয়ে শাহীন ক্যাডেট স্কুল বকশীগঞ্জ শাখার আরেক পরিচালক মতিয়ার রহমান এ প্রতিবেদককে বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে, আশা করি দ্রুত সব কিছুর সমাধান হবে।

শাহীন ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিভাবকেরাও।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান এ প্রতিবেদককে বলেন, পরিচালকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা শুরু হলে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ব্যাপারে সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে।